আশানুর রহমান আশা বেনাপোলঃ
সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে বেনাপোল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকালে বেনাপোল সোনালী ব্যাংকের সামনে পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাসে যখন সার্কের রাষ্ট্র প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় আসছেন, তারই প্রাক্কালে সুনামগঞ্জের ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাঙালিদের গৌরবময় ঐতিহ্যের উপর আঘাত হানার হীন প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টায় বীর বাঙালী প্রতিরোধ করতে রাজপথে সামিল হয়ে প্রতিবাদ মুখর হয়েছে।
এসময় কর্মসুচিতে অংশ নেন, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি শ্রী সুশিল দে, পৌর কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলি, দৈনিক প্রতিদিনের কথার ব্যবস্থাপনা সম্পাদক ও শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি জয়দেব সিংহ, বিকাশ আইচ, পৌর পরিষদের সহ-সভাপতি রবিন পাল, শ্যামল দাস, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু লাল বিশ্বাস, পূজা পরিষদ নেতা শেখর দাস, যুব পরিষদ সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক গৌতম স্বর্ণকার টুলু, যুগ্ম-সম্পাদক কিশোর দেবনাথ, জীবন কুমার, তন্ময় দেবনাথ অনু প্রমুখ।