শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের খানের মোড় নামক স্থানে ময়না নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জানা যায়, আজ রবিবার বিকাল ৩ টায় তুফান শুরু হলে, ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের ছলেমান মেকারের স্ত্রী ময়না বেগম, লাকড়ি নামক জ্বালানি খড়ি সংগ্রহ করতে গেলে, বাতাসের সময় গাছের বড় এক অংশ ঠাল ভেঙ্গে পড়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
এ তুফানে অনেক অসহায় পরিবারের ঘর ভেঙ্গে পড়ে, আবার অনেকের ঘরের টিন উড়িয়ে যায়, এমনকি প্রতিটি বাড়িতে ব্যাপক গাছ ভেঙ্গে পড়ে।
লোকাল রাস্তা গুলোতে গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে পড়ে।
পাশাপাশি এ তুফানে ব্যাপক ইড়ি ধানের ক্ষতি হতে দেখা গিয়েছে।