মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার সেই আলোচিত নবজাতক মৃত্যুবরণ করেন। তবে তার বাবার দাবি সন্তানকে হত্যা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয় উপজেলার পাকেরহাট গুন্দুশাহ্পাড়ার মোকছেদ আলী (২৫) ও গোয়ালডিহির সাঁকোরপাড় আব্দুস সাত্তারের মেয়ে আয়শা সিদ্দিকা (২০) দম্পতির। সন্তান প্রসবের ৩ দিনের মাথায় গত ৫ নভেম্বর নবজাতকের বাবার সাথে মা ও নানা-নানির তর্কের জেরে সন্তানকে হাসপাতালের বেডে রেখে মা, নানা-নানি কাউকে কোন কিছু না বলে গোপনে বাড়ি চলে যায়। এরপর সন্তানের বাবা তার মাকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি করে ও থানায় জিডি করে। পরে বিষয়টি কয়েকটি পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে সেদিনই ইউএনও, ওসি ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ঐ মা তাঁর সন্তানের কাছে ফিরে যায়। মঙ্গলবার (১৪ নভেম্বর) তাদের রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এদিনই সকালে এই নবজাতকের মৃত্যুর খবর আসে। এনিয়ে চলছে তুমুল আলোচনা। যদিও বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এনিয়ে ইতিপূর্বে কয়েকবার গ্রাম্য সালিশ ও বৈঠকও হয়েছিল।

মৃত ঐ নবজাতকের বাবা মোকছেদ আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমার সন্তানের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে।

নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঐ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *