এস.বি-সুজন : লালমনিরহাটে সেনাবাহিনীর আায়োজনে ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ৩৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট। লালমনিরহাটের আদিতমারী উপজেলার রতেরপার এতিমখানা মাঠে ২ শতাধিক গর্ভবতী মা ও শিশুদেরকে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামুল্যে ওষুধপত্র বিতরণ করেছে।
ভ্রাম্যমান এই চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল হাফিজুর রহমান।
চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডাঃ জিনিয়া, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মেজর ইয়াছিন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ জেনিফা।