এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় সেপটি ট্যাংকে পরে নুর আমিন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
নুর আমিন উপজেলার পূর্ব সারডুবি এলাকার মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় জানান, বাড়ির পাশে ওই সেপটি ট্যাংকে একটি ছাগল পরে যায়। ছাগল উদ্ধার করতে গিয়ে নুর আমিন সেপটিক ট্যাংকে পরে যায়,। তাকে উদ্ধার করতে তার দুলাভাই জাহিদুল এগিয়ে গেলে তিনিও পড়ে যান। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুর আমিনের মৃত্যু হয়।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেফটি ট্যাংকে পড়ে নুর আমিন নামের একজন জনের মৃত্যু হয়েছে এবং জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।