মো: নাজমুল হুদা মানিক \ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে কলেজ রোডস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর বাসভবনে ৩ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, মহানগর মহিলা আওয়ামীলীগের নেত্রী মোছা: আনোয়ারা বেগম প্রমুখ। পরে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।