ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীর সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আবারও বিদ্যালয়ের গাছ কর্তন করে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানাগেছে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বিদ্যালয়ের ৪ টি ইউক্লিপ্টাস গাছ কাটার জন্য রেজুলেশন করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গাছ কাটার অনুমতির আবেদন করে। লিখিত অনুমতি প্রাপ্তির পর নিলামে বিক্রি করার নিয়ম থাকলেও আইনকে তোয়াক্কা না করেই ঐ ৪টি গাছ ২২হাজার টাকায় বিক্রি করে দেয়। গতকাল বুধবার কচাকাটা থানার ঢলুয়াবাড়ি গ্রামের গাছ ব্যবসায়ী জাকির হোসেন গাছ গুলো কেটে ফেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের নিকট গাছ কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান,উপজেলা নির্বাহী অফিসারের নিকট গাছ কাটার অনুমতি নিয়ে গাছ কেটেছি । গাছ কাটার লিখিত অনুমতি দেখতে চাইলে তিনি অনুমতি পত্র দেখাতে ব্যর্থ হন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান,গাছ কাটার বিষয়ে কাগজ পত্র তিনি পেয়েছেন কিন্তু কোন লিখিত অনুমতি দেয়া হয়নি এবং কর্তনকৃত গাছগুলো নিলামে বিক্রি করা হবে বলে জানান। উল্লেখ্য উক্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তন করার অভিযোগ রয়েছে।