ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ৬.৮.১৮
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন কার্যালয় মাঠে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি ও হ্যান্ডলিংক কমিটির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ জুয়েল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান ডাঃ শাহজাহান আলী মোল্লাহ,সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার। নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমদানী ও রপ্তানীকারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজী, সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান মন্ডল,বঙ্গসোনাহাট ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ ব্যাপারী প্রমুখ। পরে প্রধান নির্বাচন কমিশনার নব-নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর ক্ষমতা হস্তান্তর করেন। উল্লেখ্য গত ২০ আগষ্ট/২০১৮ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *