স্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারীর সোনাহাট বাজারে ১৫ এপ্রিল বুধবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাফিজুর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছফর মণ্ডলের পুত্র। জানাগেছে বলদিয়া বাজারের তেল ব্যবসায়ী একই গ্রামের মৃত নুরুল হক মন্ডলের পুত্র এনামুল ও হাফিজুর রহমান ভোর সাড়ে পাচটার সময় মোটরসাইকেল যোগে ভুরুঙ্গামারী থেকে পেট্রোল নিয়ে ফেরার পথে সোনাহাট সোনাহাট ঈদগাহ মাঠের নিকট পৌছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয় বলে ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে। পরে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হলে বিকালে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।