ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারীর সোনাহাট বাজারে এক শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ডে প্রায় নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ৩৫ হাজার টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
জানাগেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি মৌজার সোনাহাট বাজারের মৃত আয়েজ উদ্দিন কমান্ডারের পুত্র ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান ভুট্টু মাষ্টারের বাড়িতে ৩১ জুলাই সোমবার রাত আনুমানিক ৮টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এ সময় ঐ শিক্ষকের স্ত্রী রাতের রান্নাবান্না শেষে শয়ন কক্ষে টেলিভিশন দেখার সময় রান্নাঘরে আকস্মিক আগুন দেখতে পেয়ে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।এসময় বাজার থেকে অগ্নিনির্বাপক যন্ত্র এনে আগুন নেভানো গ্যাস স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রান্নাঘরের আসবাবপত্র, গ্যাসের চুলা ও নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ৩৫ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।