মৌলভীবাজার প্রতিনিধি:
সৌদিআরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য প্রবাসী –
শ্রমিকদের ইনস্যুরেন্স করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার!

এই ইনস্যুরেন্স শ্রমিকদের অধিকার ও যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শ্রমিককে সাহায্য করবে।
প্রবাসী শ্রমিকদের সুরক্ষিত রাখতে ইনস্যুরেন্স এর ব্যবস্থা করছে সৌদি সরকার!সৌদি আরবের হিউম্যান রিসোর্স এন্ড সোশিয়াল ডেভেলপমেন্ট মন্ত্রী আহমেদ আল-রাজি সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর অভিভাবক কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানকে তাদের সম্মতি প্রদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, “সৌদি আরবে বর্তমানে প্রাইভেট সেক্টরে যেসকল প্রবসী কর্মচারি কাজ করছেন, তাদের সুবিধার্থে এই ইনস্যুরেন্স চালু করা হচ্ছে। যদি তারা কখনো তাদের শ্রম আইনের থেকে বঞ্চিত হন বা তাদের কর্মরত কোম্পানির কোন ক্ষতি হয়, তবে এই ইনস্যুরেন্স এর মাধ্যমে তারা উপকৃত হবেন।

ইতিমধ্যেই কেবিনেট এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। প্রবাসীদের এই ইনস্যুরেন্স এর জন্য এপ্লাই করার খরচ সৌদি সরকার বহন করবে। সৌদি সরকার প্রবাসীদের ইনস্যুরেন্স বাস্তবায়নের জন্য যা যা করবে –
প্রাইভেট সেক্টরে কর্মরত প্রবাসী কর্মচারীদের আলাদাভাবে চিহ্নিত করবে যাতে করে তাদের জন্য ইনস্যুরেন্সে এপ্লাই করা সহজ হয়।

ইনস্যুরেন্স এপ্লাই করার এবং প্রয়োজনীয় সকল কন্ট্রোল ও মেকানিজম প্রস্তুত করা।
ইনস্যুরেন্স এর পলিসি সম্পূর্ণ নির্ধারন করা, এবং ইনস্যুরেন্সকে মনিটর করারঞ্জন্য নীতি নির্ধারন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন