রংপুর প্রতিনিধি.
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ রংপুর বিভাগীয় কমিটির ডাকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জাতীয়করনসহ সরকারী সকল সুযোগ সুবিধা প্রদান ও বৈতন বৈষম্য দুর করার দাবীকে আরো বেগবান করার লক্ষে হাইকোর্টে রিট করার বিষয়ে জরুরী সভা শনিবার সকালে রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে সংগঠনের রংপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রতিষ্ঠাকালীন সদস্য মাওলানা নুরুল আবছার দুলালের সভাপতিত্বে ও শিক্ষক নেতা গোলাম আজমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলার মাও: আজিজুল ইসলাম, রংপুর সদরের মাও: আব্দুল লতিফ, মাও: সাইফুল ইসলাম, আব্দুর রহমান, গাইবান্ধা জেলার আব্দুল ওয়াদুদ মিয়া, লালমনিরহাট জেলার ফারুক আল মাহমুদ, গংগাচড়া থানার মোজাম্মেল হক ও মতিয়ার রহমান, কুড়িগ্রাম জেলার গোলাম আজম, সাইফুল ইসলাম, সৈয়দপুর উপজেলার নুর হোসেন প্রমুখ। উক্ত সভায় রংপুর বিভাগের দিনাজপুর. ঠাকুরগাও. পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় স্কেলে বেতনের দাবীতে হাইকোর্টে রিট করাসহ আগামীতে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করা বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।