মারুফ সরকার ,ঢাকা : ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি রক্ষা করার আহ্বান জানিয়ে ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে হাজার উষ্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না।
শুক্রবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
তারা কুমিল্লা শহরের নানুয়ার দিঘিরপাড়ের একটি মণ্ডপে উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পূজামণ্ডপে হামলা ও গত রাতে চাঁদপুরে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগনের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই ষড়যন্ত্রকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
নেতৃ্বয় বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ফলে সাধারন মানুষ যথন দিশেহারা, যখন জনগনের ভোটাধিকার নাই, কথা বলার স্বাধীনতা নাই তখন জনগনের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের ষড়যন্ত্রের অংশ হিসাবেই পুজামন্ডবে কোরআন অবমাননার ঘটনা ঘটানো হয়েছে।