এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন হাজারো ছাত্রলীগ নেতাকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে ঐতিহ্য দিনাজপুরের খানসামা উপজেলায় তাঁর নিজ বাড়ির উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দিনাজপুর, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর মোটরসাইকেল বহরে সৈয়দপুর থেকে রানীবন্দর হয়ে গোয়ালডিহিতে ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম রহমান এমপির কবর জিয়ারত করেন। এরপর পর্যায়ক্রমে পাকেরহাট দলীয় কার্যালয় ও খানসামা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শেষে রামকলা বাজারে জনসাধারণ ও অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি ও পল্লী ইসলামী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিওন চৌধুরী, খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাকেশ গুহ, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান লিটু, মোস্তওফিক আহমেদ শামীম, আবু হেনা, মাহবুব সুমন, জারিফ খান জিয়নসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *