SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

সিহাব সাগর মুরাদ, পীরগঞ্জ থেকে

রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমীর মাঠ একটি গোরস্থান। প্রাচীনকাল থেকে পুরো মাঠ জুড়ে মুসলমানদের মৃত্যুর পরের ঠিকানা হিসেবে ব্যবহার হয়ে আসছে এটি। এখানে সব বয়সী ছেলে মেয়েদের নিয়ে গড়ে তোলা হয়েছে ফুটবল একাডেমীক মাঠ। কবরের উপর জুতা বুট পায়ে দিয়ে অনেকে অপবিত্র শরীরে হরদম ফুটবল অনুশিলন চালিয়ে যাচ্ছে এরা। কবর স্থান দখল মহোৎসব চলছে এখানে। একাডেমীর একজন প্রমিলা খেলোয়াড়, নাম হান্না। বলিদ্বাড়া গ্রামের রবেন হেমব্রমের মেয়ে, মায়ের নাম শান্তি হেমব্রম। বিকালের খবর ডট কম অনলাইন পত্রিকার সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী নিজেকে বিকালের খবর ডট কমের প্রতিনিধি হিসেবে তেল মালিশ মাখিয়ে তাজুল ইসলাম একাডেমীর সভাপতিকে উচ্চ শিখরে উঠিয়েছেন। হান্নার চোখে সুখের কান্না শিরনামে একটি সংবাদ ছাপিয়েছেন। তিনি জানিয়েছেন বাংলাদেশ অনুর্ধ ১৬ তে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন হান্না। যার জš§ নিবন্ধন সনদ পত্র অনুযায়ী জš§ তারিখ ৫ মার্চ ১৯৯৭ অনুযায়ী প্রকৃত দাঁড়ায় ১৯ বছর ৩ মাস ৫ দিন। সংবাদটি সুধিমহলের নজরে পড়লে ক্ষোভ প্রকাশ করেন তিনারা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অনুর্ধ ১৬ প্রমিলা দলের কোচ ছোটনকে ম্যানেজ করে তাজুল ইসলাম এ সুযোগ কাজে লাগিয়েছেন। উল্লেখ্য যে, বয়সের সঠিকতা থাকা সত্ত্বেও একই একাডেমীর রুকু আক্তার বাঁধন তালিকা ভুক্ত থাকার পরও তাকে প্রশিক্ষণ ক্যাম্পে ডাক দেওয়া হয়নি।

কোচ ছোটনের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন সচল করেন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *