মো জহুরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় গত মঙ্গলবার দুপুরে উত্তর কাজীরহাট / চেরেঙ্গা মোলাঙ্গাড়ির দোলা নামক স্হান থেকে উদ্ধার করা জলঢাকার জাহান অটোরাইস মিলের ম্যানাজার হাফিজুল ইসলামের(৪৫) খত বিক্ষত লাশ।

সেই হত্যাকান্ডের মূল হোতা, পরিকল্পনা কারী ও হত্যাকারী,মরহুম হাফিজুলের বন্ধু মোহাম্মদ রুবেল হোসেন কে (৩৪) কে খুজতেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশের একটি বিশেষ টিম ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন এই হত্যাকান্ডের তদন্তের জন্য গত মঙ্গলবার ৪ জনকে আটক করা হয়।

আর তাদের দেয়া তথ্য মতে আমরা শিওর হই যে জাহান অটোরাইস মিলের ম্যানাজার হাফিজুল ইসলামের হত্যার মূল হোতা ,পরিকল্পনা কারী ও হত্যাকারী তার বন্ধু রুবেল হোসেন।
আমরা এখন উক্ত হত্যা কান্ডের মুল আসামী রুবেল হোসেন কে আটক করার জন্য চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *