বিশেষ প্রতিনিধি
১৯ শে এপ্রিল সোমবার সকালে রাজধানীর বি আই এস এফ কলোনি গেট, চিড়িয়াখানা রোড মিরপুর এলাকা থেকে শিল্পী
নামে ২৬ বছরের একটি মেয়েটি হারিয়ে গেছে।
তার বাবার নাম-মোঃ কবির হোসেন ও মায়ের নাম- আনোয়ারা বেগম।
শিল্পীর গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট পরনে ছিল হাতা কাটা কালোর ভিতর লাল ফুল বাটিকের ওড়না, কালো ও সাদা ফোটা ফোটা ফুল সবুজ রঙের পেটিকোট পরা, মেয়েটি সিজারের রোগী ও মানসিক ভারসাম্যহীন।
এবিষয়ে মিরপুরের শাহ আলী
থানায় জিডি করা হয়েছে। জিডি নং- ৭১৫
তাকে কেউ পেয়ে থাকলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
বি আই এস এফ কলোনি গেট, চিড়িয়াখানা রোড, মিরপুর ঢাকা।
মোবাইল নং-
০১৭২৬৩৯১৬১১
০১৮৪৬০৩৭৩১০