নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে হার্ট স্ট্রোকে জীবন আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত (ক্যালেন্ডার তারিখ ৫ মে) আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করলে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে ওই এলাকার ছলেমান কবিরাজ ও জুলেখা বেগম দম্পত্তির একমাত্র সন্তান এবং বনপাড়া কৃষি ও কারিগরী কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. বোরহানউদ্দিন ভূঁইয়া জানান, অত্যান্ত ভদ্র প্রকৃতির ছেলে ছিলো জীবন। তার এই অকাল মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। একমাত্র সন্তানকে হারিয়ে জীবনের মা-বাবা পাগল প্রায়। জীবনকে ঘিরে তৈরী হওয়া তাদের সকল স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেলো। তিনি আরও জানান, কোন রোগ-বালাই নাই অথচ আকস্মিক এই হার্ট স্ট্রোকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।