কলমে- মোল্লা হারুন উর রশীদ
মৃত্যুর মিছিল চারিদিকে
হে নিষ্ঠুর মায়াবি পড়াণ
রাগ করোনা
দেহগুলি ফেলে রেখে কোথায় যান!
মরণ মরণ শুনতে শুনতে
নিজের যে কখন যাবে প্রাণ!
উরন্ত পাখি বদ্ধ খাঁচায় রেখেছি
হৃদয়ে পালক দিয়ে, কতযে ভালো বেসেছি
তবুও গেলো তার প্রাণ।
কে কেমন প্রাণ?
পশুপাখি মানুষ সকলের যায় প্রাণ!
হে আমার প্রতিপালক?
শক্তি দিয়েছো মোরে
মন দিয়েছো
আবেক দিয়েছো
অবলা পাখিটিকে ভালো বেসেছি বলে
তবুও নিলে তার প্রাণ!
মানুষ পাপ করে
অন্যায় করে
হাসরের ময়দানে বিচার হবে
একথা বলে কোরআন!
তাহলে আমার পাখিটির কি অপরাধ ছিলো? তবুও নিলে তার প্রাণ!
তোমার পৃথিবী তোমার
শ্রেষ্ঠ বানিয়েছো মানুষের প্রাণ!
তবুও কেনো মোরা এত অম্লান!
সত্য বলিনা, মিথ্যায় মোরা ম্লান।
আলোকে দুরে সরে
আঁধারে করছি মোরা স্নান!
কিসের রাষ্ট্র
কিসের নেতা
কিসের এত অভিধান!
সকল কিছুর মালিক তুমি
তুমি নিচ্ছো প্রাণ!
মায়ের গর্ভে যেদিন আসলাম
সেদিনে লিখেছো, মোর কর্ম, মৃত্যু, জীবনের সমাধান।
কেন পাঠালে এই মায়াবি পুরিতে
যেতে নাহি মন চায়
হরহামেশাই মন করে ছান ছান।