হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রবীণ প্রধান শিক্ষকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ সংবধর্না অনুষ্ঠিত হয়।
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ এঁর বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়ার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বিণক, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মিছবাহ উদ্দিন হেলাল, ইউ আর সি ইন্সট্রাক্টর শাজাহান কবির ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার সাদিকুর রহমান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউল বারী,সাবেক আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ফরিদ,যুব লীগের সাবেক সভাপতি এম এ হালিম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মো. আলাল উদ্দিন, মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমূখ।
এছাড়াও প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলন অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিউল ইসলাম, লেফটেনেন্ট কর্ণেল আসাদুজ্জামান,ডা: ফয়সাল আহাম্মেদ,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট নয়ন চন্দ্র মোদক।
সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।