মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট(আদিতমারী)প্রতিনিধিঃ
১৯৭১ সালের ৬ ডিসেম্বর লালমনিরহাটের পূর্ব দীগন্তে উদীয়মান হয় নতুন সুর্য বাতাসে বয়ে আনে লালমনিরহাট স্বাধিনের বার্তা।সেই থেকেই প্রতিনিয়ত আয়োজন হয় লালমনিরহাট মুক্ত দিবসের নানা আয়োজন।তারই ধারাবাহিকতায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায়, উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর মজ্ঞলবার সকালে উপজেলা চত্বরে র্যালি শেষে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায়, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসার জনাব জি.আর.সারোয়ার,উপজেলা ভুমি অফিসার জনাবা,রওজাতুল জান্নাত উপজেলা সমাজসেবা অফিসার রওশন মন্ডল সহ বীরমুক্তিযোদ্ধা জনাব,মোঃ হামিদ মোল্লাহ, জনাব আজিম মিয়া সহ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব, জি.আর.সারোয়ার বলেন,১৯৭১ সালের বীরমুক্তিযোদ্ধাদের আত্বত্যাগের কথা স্বরনীয় তাদের সফল পরিশ্রম আমাদের জন্য শুভাগ্য।