কলকাতা প্রতিনিধিঃ
আগামী ২৬ জানুয়ারী/২০২৪ ইং শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা(২০২৪)প্রেস কর্ণারে “ইসলামের পরিচয়”নামক একটি মুল্যবান গ্রন্থের জন্য “উদার আকাশ আল্লামা ডঃ মুহম্মদ ইকবাল স্মুতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহিউদ্দিন সরকার যার অর্থ মুল্য ১ লক্ষ ১ টাকা মাত্র।
অনুষ্ঠানটির উদ্বোধক প্রখ্যাত কবি সুবোধ সরকার। প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বিশিষ্ট বৈজ্ঞানিক ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট ড. গৌতম পাল। বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন, সাবেক সাংসদ ও স্বনামধন্য লেখক ড. মইনুল হাসান, বারাসাত বিধানসভার বিধায়ক ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, বিশিষ্ট লেখক দেবাশিস পাঠক, লেখক, গবেষক ও প্রকাশক আবু সাঈদ (ঢাকা, বাংলাদেশ), লেখক মুরারী শংকর বিশ্বাস প্রমুখ। এদিন আনুষ্ঠানিকভাবে আরও কয়েকটি গুরুত্বপুর্ণ গ্রন্থের উদ্বোধন করা হবে । সোমঋতা মল্লিকের পরিচালনায় কলকাতার ছায়ানট এর শিল্পীদের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের দেশাত্ববোধক গান দিয়ে অনুষ্ঠানটির শুভ সুচনা করা হবে। অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত সাহিত্য সংগঠন উদার আকাশের প্রকাশক কবি ফারুক আহমেদ অনুষ্ঠানে উপস্থিতি কামনা করে এশিয়ান বাংলা নিউজ ডট কম”র সম্পাদক ও প্রকাশক এবং বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মনজুরুল ইসলামকে আমন্ত্রন পত্র প্রেরণ করেছেন।উল্লেখ্য এশিয়ান বাংলা নিউজ দীর্ঘদিন থেকে উদার আকাশ সাহিত্য সংগঠনের আয়োজনে নিয়মিত সাহিত্য,কবিতা,প্রবন্ধ প্রকাশনার খবর নিয়মিত সাহিত্য বিভাগে প্রকাশ করে বিশেষ ভুমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন