রোকনুজ্জামান মানু উলিপুর (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা ও ব্রহ্মপূত্র নদের পানি ১ দিনের ব্যবধানে আবারও বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে নদী অববাহিকার ৬ ইউনিয়নের চর ও দ্বীবচরের প্রায় ২৫ টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব গ্রামের বন্যা কবলিত মানুষজন গবাদিপশু নিয়ে পাশর্^বতি উচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। গতকাল সোমবার উপজেলার সাহেবের আলগাা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মোল্লা জানান,দক্ষিন নামাজেরচর,মাঝের আলগা,সাহেবের আলগা,জাহাজের আলগা,মেকুরের আলগা মৌাজার বেশির ভাগ বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি জানান, গাবুরজান কামারটারী, শ্যামপুর, চরদাগারকুটি, চর গুজিমারী, নয়াদারা, নীলকন্ঠ, তাঁতিপাড়া, বাবুরচর, মাঝিপাড়া, হাতিয়াগ্রাম ও চর মোহাম্মদপুর গ্রামের বেশির ভাগ বাড়িতে পানি ছুঁই ছুঁই করছে। অনেকে কলাগাছের ভেলা তৈরি করে বাড়ির উঠানে রেখে দিয়েছে। উপজেলা শিক্ষা অফিসার একেএম তৈফিকুর রহমান জানান, বন্যার পানিতে অনন্তপুর দাগারকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চর বাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ১৮টি প্রাথমিক বিদ্যালয় মাঠ পানিতে ডুবে গেছে। ফলে বিদ্যালয় গুলোতে ক্লাশ বন্ধ রয়েছে। বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, বিন্ধুরচর, মশালেরচর, বালাডোবা, ফকিরেরচর, আলআমিন, ইসলামপুর, মাষ্টারপাড়াসহ বেশিরভাগ গ্রাম তলিয়ে গেছে। তিনি আরো জানান, ইউনিয়নের বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়া ৫ সহশ্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বুড়াবুড়ি ইউনিয়ের ব্রহ্মপূত্র চর অববাহিকর ৭টি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ৬ ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে বলে জন-প্রতিনিধিরা জানান। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞার সভাপতিত্বে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বন্যা মোকাবেলায় সব রকম প্রস্ততি রয়েছে।