রোকনুজ্জামান মানু,উলিপুর (কুড়িগ্রাম)
“ভ্যাটের বোঝা কমাও বিকল্প অর্থায়নে সেবার মান বাড়াও” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ভ্যাট মুক্ত চা এর দোকান আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় আল স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টে সাদুয়া দামারহাট মুক্তির সংগ্রাম লোককেন্দ্র, এককতাই মুক্তি লোককেন্দ্রের বাস্তবায়নে এবং এসপিইডি ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত চা এর দোকান আড্ডা উপস্থিত ছিলেন, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালম আজাদ, এসো দেশ গড়ি’র প্রধান নির্বাহী ফিরোজ আলম, প্রভাষক ইউসুফ আলী, সাদুয়া দামারহাট মুক্তির সংগ্রাম লোককেন্দ্রের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম সরদার, এককতাই মুক্তি লোককেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষজন।