কচাকাটা প্রতিনিধি
কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের যুবদলের আহবায়ক মো: সাইদুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন কুৎসা রটানো ও অপপ্রচারের দায়ে গত ১৮ মে বৃহস্পতিবার কচাকাটা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২১,২৯,৩১ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৯ তারিখ ১৮.০৫.২০২৩।কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,সরকার বিরোধী কুৎসা ও অপপ্রচারের দায়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পুর্বক শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।