আত্মা কাঁপানো আগস্ট
মুহাম্মদ মনিরুজ্জামান
কেউ না জানুক, আমি তো জানি, মুজিব কতটা শুদ্ধ;
অকালে হারায়ে, হয়েছিলাম, বিমূঢ় ও বাকরুদ্ধ।
কথার ভিড়ে, কথারা হারায়, ব্যথারা রয়ে যায় ঠিক;
মুজিববিহীন, বাঙালি জাতি, হারায়ে খুঁজিছে দিক।
ভেবেছিলো বর্বর, মুজিবের জীবন, হননেই বুঝি জয়;
বোঝেনি তাদের, ললাটে লিখা, হয়ে গেছে পরাজয়।
‘জীবিতের চেয়েও অধিক জীবিত’ মুজিবের রক্ত আজ;
প্রতিটি বাঙালির, হৃদয়ে আঁকে, মুক্তির কারুকাজ।
অভ্রোত্থিত, যে তর্জনি, দেখিয়েছে আলোর পথ;
সে পথে আঁধার, ঢেলে দেয় আবার, কার আছে হিম্মত?
আত্মা কাঁপানো, আগস্ট আসে, মনখারাপের টানে;
প্রতিরোধের, অরোধ্য আগুন, জ্বালাতে শুদ্ধ প্রাণে।
হৃদয় জুড়ে, শূন্যতা যত, তারও বেশি, চেতনা করেছি জমা;
দেশদুষমন, কোনোদিন আর, পাবে না কোনো ক্ষমা।
এদেশের মাটিতে, মানচিত্রে হৃদয়ে, মুজিব নিয়েছে ঠাঁই;
আবার বাড়ালে, নখর শকুনি, নাই রে রক্ষা নাই।
তারই দুহিতা, ধরেছে হাল, শুদ্ধস্বরের মন্ত্রে;
হারাবে না পথ, বাংলাদেশ আর, কারো কোনো ষড়যন্ত্রে।
১৫-০৮-২০২২