কবিতা :- জীবনের যাত্রাপথে

কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়

নীহারিকা, কোলকাতা, ভারত

তারিখ :-১৬/০৯/২০২২

জীবনের যাত্রাপথে

পঙ্কিল ঘূর্ণাবর্তে,

দিশাহীন হয় যদি গমনের পথ,

পথের ক্লান্তি মেখে,

বাধার প্রাচীর দেখে

হারিও না মনোবল, হয়ো না বিপথ।

ঝড় ঝঞ্ঝা আঘাত হানে,

টুটে ভাঙে সুখ সৃজনে

দুঃখে কাতর হয়ে ভুলোনা শপথ,

অচঞ্চল, হয়ো ধীর-

মনোবল রেখো স্থির,

জেনো অচিরেই পূর্ণ হবে সাধ মনোরথ।

যদি কভু বাঁধে বাসা চরম হতাশা,

বাস্তবের তিক্ততায়

ভগ্ন হয় আশা।

হতাশায় অবসাদে,

ব্যথায় অন্তর কাঁদে,

হারায় মনের বল, বিধাতা ভরসা।

যেতে দিও কয় দিন, বাধা নয় অন্তহীন

নব উদ্যমে জেনো পূর্ণ হবে আশা।

তবু যদি না মেটে সাধ,

কেন মিছে অবসাদ,

আনন্দে সেধোনা বাদ

যা পেয়েছ নসীবে,

দু’ দিনের এই ভবে।

তাই নিয়ে, হয়ো খুশি

থেকো আহ্লাদে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন