mail.google

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদর থেকে কালীগঞ্জ গামী রাস্তার মন্নেয়ারপাড় বিলের উপর ১০০মিটার ফুট ব্রীজটি বন্যার পানির তোড়ে ভেঙ্গে গিয়ে ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল মারাক্তভাবে বিপর্যস্থ হয়ে পরেছে। মন্নেয়ার বিলটিতে এখন নৌকার খেয়াঘাট বসিয়ে প্রতিজন পাড়াপাড়ে ৫টাকা করে নেয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানান, কবে কোথায় ঘাটটি নিলাম ডাক হয়েছে তা আমরা জানি না। পাশ্ববতি কালীগঞ্জ ব্রম্মপুত্র নদের ঘাটের ইজারাদার এখন টোল আদায় করছে। এ বিষয়ে কথিত ইজারাদারের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি। মন্নেয়ারপাড় বিলের দু‘পাড়ের মানুষের দাবী যেহেতু তাদের জমিজমা দু‘পাড়েই আছে তাই দিনে বহুবার বিল পাড়াপাড় হতে হয় প্রতিবার পাড়াপাড়ে টোল দেয়া সম্ভব নয় । ফলে তারা টোল প্রত্যাহারের দাবী জানান। কালীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান,১৯৯০সালে কুড়িগ্রাম জেলা পরিষদ থেকে মন্নেয়ার বিলের উপর ১০০মিটার একটি ফুটব্রিজ নির্মান করা হয় । ফুট ব্রিজটি দিয়ে শুধু হালকা যানবাহন চলাচল করত। সম্প্রতি বন্যার পানির প্রচন্ড তোড়ে ব্রীজটির ৪টি পিলার ছিড়ে যায়। তিনি জানান, ব্রম্মপুত্র নদের ওপারের ৪টি ইউনিয়ন কচাকাটা,কেদার,বল্লভেরখাস ও নারায়নপুর ও কালীগঞ্জসহ ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের এটিই একমাত্র রাস্তা। আমাদের মারাক্ত অসুবিধা হয়েছে। তিনি উপজেলা ও জেলা সদরের সঙ্গে একমাত্র যোগাযোগের রাস্তাটির মন্নেয়ার বিলের উপর একটি গার্ডার সেতু নির্মানের দাবী জানান। এলাকাবাসী জানান, স্থানীয় সংসদ সদস্য সেতুটি নির্মানের বহুবার প্রতিশ্র“তি দিলেও তা আজও কার্যকরী হয়নি। নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর জানান, মন্নেয়ারবিলের উপর একটি গার্ডার সেতু নির্মানের জন্য অধিদপ্তরের পরিদর্শক টিম সরেজমিন পরিদর্শন করে সয়েল চেষ্ট করেছেন। সেতুটি নির্মানে প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *