কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৮, কুড়িগ্রাম-৪ আসন। এই আসনে আসছে ৭ জানুয়ারী ২০২৪ইং অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে রৌমারীর কৃতি সন্তান সাবেক সফল উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী আলোচনার শীর্ষে রয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে ৩০০ আসনে আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মোঃ বিপ্লব হাসান এর নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রার্থী বয়সে নবীণ। তাছাড়া এই আসনে আওয়ামী লীগের এমপি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এবার দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় এলাকায় তার সমর্থকদের মাঝে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিএনপি এই নির্বাচনে অংশ না নেয়ায় বিরোধী জোটের ভোট ব্যাংক স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসীর ভোট বাক্সে যেতে পারে বলে সচেতন মহলের ধারণা। নানা কারণে কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী আলোচনায় শীর্ষে রয়েছেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচন অবাধ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলে এবং সাধারণ ভোটাররা তাদের ভোট দিতে পারলে ইনশাআল্লাহ বিজয়ী হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন