ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলার কুটি সীমান্তের ভারতের অভন্তর হতে বাংলাদেশী একজনের লাশ উদ্ধার করেছে বিএসএফ। পরে বিজিবি এবং বিএসএফ উপস্থিতে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা উদ্ধার করতে পারেনি পুলিশ। কচাকাটা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মংলার কুটি গ্রামের মৃত্যু সন্দির আলীর ছেলে আলম মিয়া গেল রাতে বাংলাদেশ – আসাম সীমান্তের ১০১১ এবং ১০১২ মেইন পিলারের মধ্যবর্তী এলাকা মরাখানার ভারতীয় অভন্তরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেনি। সকালে তার লাশ পানিতে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন এলাকাবাসী। পরে বিজিবি -বিএসএফ’র উপস্থিতে লাশ উদ্ধার করে ভারতের আসাম রাজ্যের গোলকগঞ্জ থানার পুলিশ। এসময় বাংলাদেশের কচাকাটা থানার পুলিশও উপস্থিত ছিলো। দু’দেশের পুলিশ লাশের সুরুত হাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। এসময় ভারতের পক্ষে নেতৃত্ব দেন গোলোগঞ্জ থানার ডিএসবি প্রাঞ্জল বড়াল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কচাকাটা থানার এসআই শহিদ। এসময় বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করবেন বলে জানান ভারতীয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন