মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক কুড়িগ্রাম সদর থানার কলেজ মোড় ও ধরলা ব্রীজ এলাকায় কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, মহোদয়ের নেতৃত্বে ট্রাফিক সচেতনতা ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় হেলমেট বিহীন মোটরসাইকেল ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল আরোহীদের সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়।
উক্ত অভিযানে পুলিশ সুপার মহোদয়ের সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সুশান্ত চন্দ্র রায়, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, মোঃ জাহিদ সরোয়ার, টিআই সদর ট্রাফিক সহ জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।উল্লেখ্য কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশক্রমে নিয়মিত ট্রাফিক সচেতনতা ও হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করায় জেলায় মোটর সাইকেল আরোহীদের মধ্যে হেলমেট ব্যবহারের বৃদ্ধিসহ মোটর সাইকেল দুর্ঘটনা অনেকটা কমে গেছে।