তৈয়বুর রহমান,কুড়িগ্রাম:
কুড়িগ্রামে প্রতিহিংসা চরিতার্থ করতে প্রতিপক্ষরা একটি পরিবারের বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ রোববার ভোর রাতে আকস্মিক ভাবে নুর বকস নামের এক ব্যাতির বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখায় একটি ঘর ও ঘরের আসবাবপত্র সম্পর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী একটি ঘরের অর্ধেক অংশ পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জনশ্রুতি পাওয়া গেছে, ঐ গ্রামের নুর বকস পরিবারের সাথে পার্শ্ববর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এরকম পরিস্থিতিতে হঠাৎ করেই রোববার ভোরবেলা অলৌকিকভাবে নুর বকসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি স্থানীয় মানুষকে ভাবিয়ে তুলেছে। অনেকই ধারণা করছেন শহিদুল প্রতিপক্ষকে ঘায়েল করতে রোববার ভোরে তার বাড়িতে আগুন লাগিয়েপ দিতে পারে! নুর বকসও সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।
অপরদিকে অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ সরাসরি অস্বীকার করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।