এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: ২৯ অক্টোবর ২০২২ ইং শনিবার সকাল ১০টায় গাইবান্ধা জেলার বোনারপাড়ায় কৃষিবিদ সীডের রিটেইলার মিটিং উপজেলার বিশিষ্ট ব্যসসায়ি মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ সীডের অনুষ্ঠিত রিটেইলার মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সীডের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মোঃ মতলুবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কৃষিবিদ সীডের উন্নত জাতের হাইব্রিড ধান কৃষিবিদ-১, কৃষিবিদ-২ এবং মাহিকো-১ ধান চাষের কোন বিকল্প নেই। কারণ হিসেবে জানান, অন্যান্য জাতের হাইব্রিড ধান বীজের থেকে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলন অনেক বেশি। বাংলাদেশকে খাদ্য উৎপাদনে সক্ষমতা অর্জনে কৃষিবিদ সীড কৃষকের সাথে কৃষকের পাশে সবসময়ই ছিলো আছে এবং থাকবে।

এ সময় আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ অলিউর রহমান (এসএপিপিও), জোনাল সেলস্ ম্যানেজার মোঃ রফিক, মার্কেটিং অফিসার মোঃ ওয়ালিয়ার রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *