কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল অডিটরিয়াম, কুড়িগ্রামে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২১।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে, এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় কুড়িগ্রাম জেলা পুলিশও শনিবার (৩০ অক্টোবর) “কমিউনিটি পুলিশিং ডে-২০২১” পালন করেছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ, কুড়িগ্রামের আয়োজনে শেখ রাসেল অডিটরিয়াম, কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার, সৈয়দা জান্নাত আরা ।প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ, আলহাজ্ব মোহাম্মদ পনির উদ্দিন আহমেদ, আহবায়ক, জেলা কমিউনিটি পুলিশিং,বিশেষ অতিথি মোঃ জাফর আলী, (সবেক এমপি ও চেয়ারম্যান, জেলা পরিষদ কুড়িগ্রাম) ও সভাপতি, জেলা আওয়ামিলীগ, কুড়িগ্রাম,মোঃ আমান উদ্দিন আহমেদ (মন্জু), (উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, কুড়িগ্রাম) ও সাধারন সম্পাদক, জেলা আওয়ামিলীগ, কুড়িগ্রাম,অ্যাডভোকেট আহসান হাবিব নিলু,সভাপতি, প্রেসক্লাব কুড়িগ্রাম, সিরাজুল ইসলাম টুকু, কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম, মির্জা মোঃ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি কলেজ, কুড়িগ্রাম, রাশেদুজ্জামান বাবু, সদস্য সচিব, জেলা কমিউনিটি পুলিশিং কুড়িগ্রাম, মতলুবর রহমান সফি খান, প্রেসক্লাব কুড়িগ্রাম, সদস্য , জেলা কমিউনিটি পুলিশিং কুড়িগ্রাম, সাঈদ হাসান লোবান, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, মোস্তাফিজার রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামিলীগ, কুড়িগ্রাম ,রবি বোস, সভাপতি, জেলা পূজা উৎযাপন কমিটি, কুড়িগ্রাম, দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, জেলা পূজা উৎযাপন কমিটি, কুড়িগ্রাম, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও অলোকপাত করা হয়।
এছাড়াও জেলার প্রতিটি থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়।