খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
আগামী ৫ অক্টোবর দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে সভাটি এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।