মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার ৩য় ধাপের ৬ টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল রবিবার।
খানসামা উপজেলা নির্বাচন অফিসার(অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মাহামুদ হাসান জানান, চেয়ারম্যান পদে ১নং আলোকঝাড়ি ইউনিয়নে আওয়ামীলীগ ১ ,বিএনপি ১ , স¦তন্ত্র ২, ১নং আলোকঝাড়ি ইউনিয়নে আওয়ামীলীগ ১ ,বিএনপি ১, স¦তন্ত্র ২, ২নং ভেড়ভেড়ি ইউনিয়নে আওয়ামীলীগ ১ ,বিএনপি ১ , স¦তন্ত্র ৩ ,৩নং আঙ্গারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ ১ ,বিএনপি ১ স¦তন্ত্র ১, ৪নং খামারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ ১ ,বিএনপি ১ ,জাতীয় পার্টি ১ , স¦তন্ত্র ৫, ৬নং গোয়ালডিহি ইউনিয়নে আওয়ামীলীগ ১ ,বিএনপি ১, স¦তন্ত্র ১ ও সাধারন সদস্য পদে ২২৩ জন, সংরক্ষিত নারী আসনে ৬৭ জন মনোনয়ন পত্র রির্টানিং কর্মকর্তার নিকট জমা দেন। প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাচাই ২০ ও ৩০ মার্চ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল, ভোট গ্রহন ২৩ এপ্রিল।