download
মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

আমরা শিখি শেখার আনন্দে” এই শ্লোগানকে সামনে রেখে ১১ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। জেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহায়তায় ৩১ টি শিশু বিকাশ কেন্দ্র ও ৩ টি প্রাক-প্রাথমিক শ্রেণির মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:মোবারক হোসেন-প্রোগ্রাম ইউনিট ম্যানেজার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নংতেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ, গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্কুল শিক্ষক, এসএমসি প্রতিনিধি বৃন্দ,শিশু বিকাশকেন্দ্রের সহায়িকাবৃন্দ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিট এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবংজেএসকেএস এর প্রতিনিধিবৃন্দ। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার মানোন্নয়নে শিশু বিকাশের গুরত্ব উঠে আসে এবং বক্তারা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেএসকেএস কে ধন্যবাদ জানান শিশু বিকাশ কেন্দ্রের সহায়তার জন্য এবং তারা আরও বলেন যদি কখনও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেএসকেএস শিক্ষার উপর কাজ নাও করে তার পরেও শিশু বিকাশ কেন্দ্র চলবে এলাকাবাসীর সহযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *