মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলায় রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার ৩৬ ঘন্টার মধ্যে ঘটনার মূল নায়ক ইউপি সদস্য, মোঃ ইন্তাজ মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ । গত ১০ ফেব্রুয়ারি ১২ টা ৩০ মিনিটের সময় র‌্যাব-৬,(স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলাধীন ঘোনাপাড়া বাসস্ট্যান্ড হতে ঢাকা পালানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত স্থান থেকে র‌্যাব-৬ ইসরাইল মোল্লা হত্যা মামলার আসামী ইউপি সদস্য, মোঃ ইন্তাজ মোল্লা(৬৫) কে গ্রেফতার করে। গত ০৮ ফেব্রুয়ারি ইসরাইল মোল্লা (৬০) স্থানীয় কাজদিয়া বাজার হতে বাইসাকেল যোগে বাড়ির ফেরার সময় নিজ বসতবাড়ির সামনে এসে পৌছালে তার দুই ভাই ও বড় ভাই এর ছেলে লাঠি, ইট দ্বারা তার স্ত্রীর সামনে মাথায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। আহত ইসরাইল মোল্লা (৬০)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রূপসাতে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এই সংক্রান্তে খুলনা জেলার রূপসা থানায় মৃতের স্ত্রী খাদিজা পারভীন নিজে বাদী হয়ে, মৃতের বড়ভাই মোঃ ইন্তাজ মোল্লা (৬৫), ছোট ভাই মোঃ মারুফ মোল্লা (৫০) উভয় পিতা-একলাস মোল্লা এবং ইন্তাজ মোল্লার বড় ছেলে সোহাগ মোল্লা (২৫) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী’কে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত আভিযানিক দলটি হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *