এস, কে সাহেদ, লালমননিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জেলেদের জালে মাছের সাথে উঠে আসে একটি মরদেহ । পরে প্রতিবেশীরা এটি সাইফুল ইসলাম (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ বলে সনাক্ত করে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য ধুবনী গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে স্থানীয় জেলেরা। নিহত সাইফুল ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।
এলাকাবাসী জানায়, সাইফুল ইসলাম ছিল মানসিক প্রতিবন্ধী যুবক। ওইদিন সকালে সাইফুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকাল থেকেই বিভিন্ন স্থানে খোঁজ করছিল পরিবারের লোকজন। এরই মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে। এ সময় জেলেদের জালে মাছের সাথে ওই মরদেহ উঠে আসে। পরে প্রতিবেশী ও পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ সনাক্ত করে।
স্থানীয় সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।