ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহিম (৩০) নামে এক ব্যাটারিচালিত অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালাই উপজেলার পুনট বাস স্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রহিম কালাই উপজেলার নওনাগ্রাম গ্রামের আবু তালেবের ছেলে।
ওসি এস এম মঈনুদ্দীন জানান, আব্দুর রহিম পুনট বাস স্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের পাশে নিজ ব্যাটারিচালিত অটো ভ্যানে আলুর বস্তা ওঠাচ্ছিলেন। এসময় দ্রæতগ্রামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি আব্দুর রহিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।