মোরশেদ মানিক, বিরামপুর ( দিনাজপুর) থেকে :
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব
যোগ্য জনে” শ্লোগানে এবার বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচনঅফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টায় এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। একই সময় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনের
প্রস্তুতি সভা হয়েছে। আলোচনায় অংশ নেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়াররম্যান খায়রুল আলম রাজু, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস-চেয়ারম্যানদ্বয় উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার সফিকুর রহমান
আকন্দ, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সিনি:সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আরমার আলী প্রমুখ।সভায় বিরামপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুজ্জামার, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, মাহমুদুল হক ও আজহার ইমাম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষাথী, সরকারী কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *