ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি পদ প্রার্থী অধ্যক্ষ মাজহারু ইসলাম সুজনকে জয়যুক্ত করার লক্ষ্যে নৌকা মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নির্বচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থীর পিতা বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শীলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আ’লীগের সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটাসহ জেলা উপজেলার বিভিন্ন নেতা-কর্মীর প্রমুখ। জন সভায় বক্তারা বলেন, যারা দলের বিপরীতে গিয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করতে চায় তারা আওয়ামী লীগের শত্রু, কারণ আওয়ামী লীগে স্বতন্ত্র বলতে কোন দল নেই। বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকার
যে পরিমাণ উন্নয়ন করেছেন বাংলাদেশের ইতিহাসে এরকম উন্নয়ন কেউ করে দেখাতে পারেনি, পারবেওনা। তাই এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা মার্কার প্রার্থীসহ এ আসনে মোট ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন,তারা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলী আসলাম জুয়েল, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাপার সহ-সভাপতি নুরুন নাহার বেগম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রিম্পা আক্তার (ডাব ) ও সোফা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল কাদের।
প্রসঙ্গত: ঠাকুরগাঁও-২ আসন
বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এরমধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং রানীশংকৈল উপজেলায় আংশিক দুটি ইউনিয়নে ৩৯ হাজার ৮৯৪ জন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন