মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : সম্প্রতি চ্যানেল নাইনে প্রচার হয়েছে নাটক “তিথির সংসার” নাটক টিতে একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছে অভিনেতা অজিত দাস। নাটক টি চ্যানেল নাইনে প্রচারের সাথে সাথে প্রশংসায় ভাসছেন নবাগত এই অভিনেতা।
রানা ইব্রাহিমের রচনা ও পরিচালনায় “তিথির সংসার” এ আরো অভিনয় করেন গহীনে বালুচর খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর, তানিন তানহা, লিজা খানম, দীপক অভিকারী সহ আরো অনেকে। “তিথির সংসার” প্রসংঙ্গে অভিনেতা অজিত দাস বলেন নাটক টির গল্প অসাধারণ। নাটকটি প্রচারের পর থেকে অভাবনীয় সারা পাচ্ছি।
নাটকটিতে সুযোগ করে দেবার জন্য নির্মাতা রানা ইব্রাহিম কে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে অজিত দাস বেশ কিছু নাটক, শর্ট ফিল্ম এবং সিনেমার শূটিং এ ব্যস্ত আছেন।