বিনোদন প্রতিবেদক
সঙ্গীতশিল্পী দিদার খানের নতুন গান প্রকাশিত হয়েছে। তার এই গানের শিরোনাম ‘আর দেখা হবে না’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অনিক সাহান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পাবেল মাহমুদ জয়। এটি প্রকাশিত হয়েছে দিদার খান এর ইউটিউব চ্যানেল।
গানটি নিয়ে দিদার খান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি রোমান্টিক স্যাড গান করেছি গানটা আমার খুব পছন্দের, বরাবরের মতো অনিক সাহান অনেক সুন্দর টিউন এবং মিউজিক করেছেন গানটির, গানটি নিয়ে আমি অনেক আশাবাদী, আশা করি গানটি সবার অনেক ভালো লাগবে।’
গান নিয়ে দিদার খান আরও বলেন ‘ছোটবেলা থেকেই আমি গান ভালোবাসি। সব সময় স্বপ্ন দেখতাম কবে নিজে গাইতে পারব। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখন গানকে আকড়ে ধরেই বাকি জীবন কাটাতে চাই। কাজ করতে চাই পাশাপাশি বড় বড় গুণী মানুষের সঙ্গে।’