নাগেশ্বরী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি :-

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি হাইয়েচ গাড়ী ক্রয় করায় হয়রানীর শিকার অসহায় একটি পরিবার। স্থানিয়রা জানায় রায়গঞ্জের খোকন আহমেদ মুন্সিগঞ্জ জেলার সিরাজখান থানার প্রানবাশী মন্ডলের কাছ থেকে নগদ ১৪ লক্ষ টাকা মুল্যে পরিশোধ ও ১৪৮৭/২১ এভিডেভিটের মাধ্যমে ঢাকা মেট্র-চ ১৫-৩৬৪৩ একটি হাইয়েচ গাড়ী ক্রয় করে। কিন্তু কিছু কুচক্রীমহলের যোগ সাজোসে বিক্রেতা প্রানবাশী হাইয়েচ গাড়ীটি বিক্রয়ের দুইমাস পর ক্রেতা খোকনের নামে পরপর দুটি মামলা করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ কর্মজীবনের স্বপ্ন নিয়ে জমি বিক্রীর টাকা দিয়ে গাড়ী ক্রয় করে মামলার আসামী হয়েছি আমরা। খোকন আরো জানায় গাড়ী ক্রয়করার দুইমাস পর হঠাৎ করে আমার কাছ থেকে নগদ ৭লক্ষ টাকা মুল্যে গাড়ী ফেরত চায় এবং পরে বাকী টাকা কিস্তিতে দিবে প্রানবাশী। প্রানবাসীর প্রস্তাব না মানায় এক পর্যায়ে কথাকাটা কাটি হয়, এবং কয়েকজন আমার কাছে টাকাও দাবী করে কোন কিছুতেই না মানায় আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং আমার নামে মামলা দায়ের করে প্রতীপক্ষ। বিষয়টি সঠিক তদন্ত করে এই মিথ্যা মামলা নিরসনে কতৃপক্ষের সু-দৃষ্টি ও মামলাবাজ অসাধু জড়িতদের শাস্তির দাবী করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *