নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদরাসায় নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কামিল মাদরাসা মিলনায়তনে নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আইয়ুব আলী ও বিদ্যোৎসাহী প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলামকে সংবর্ধনা এই সংবর্ধনা প্রদান করেন মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, বিদ্যোৎসাহী প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহাব, মো. রবিউল ইসলাম প্রমুখ।