নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীর কেদার ইউনিয়নের বালাবাড়ি সীমান্তে ভারতে তথ্যপাচারকারী সন্দেহে এক যুবককে আটক করেছে বিজিবি। স্থানীয়রা জানায়, গতকাল বুধবার দুপুরে বালাবাড়ি সীমান্ত দিয়ে নজরুল ইসলাম নামের ওই যুবক ভারতের ভোগডাঙ্গা নামক গ্রামে প্রবেশ করে এবং ২ ঘন্টা বিএসএফ’র সাথে আলোচনা করে ভারতীয় এক যুবককে নিয়ে জিরো পয়েন্টে ফিরে আসে। এসময় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ভারতীয় যুবকের সাথে র্দীঘক্ষন আলোচনা করে নজরুল। এদিকে নজরুলের গতিবিধি এলাকাবাসীর সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে কেদার কোম্পানী সদরের বিজিবি সদস্যরা নজরুলকে বালাবাড়ির নারিয়ার মোড় হেতে আটক করে কোম্পানি সদরে নিয়ে আসে। আটক নজরুল উপজেলার নারায়নপুর ইউনিয়নের বালাহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।
কেদার কোম্পানী সদরের নায়েক ইমরুল জানান, নজরুলকে জিঙ্গাসাবাদ চলছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রামের ২২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইদ উদ্দিন কাউসার জানান, আটক নজরুলের বিষয়ে অভিযোগসমুহ হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। আরোও তথ্য উপাত্ত সংগ্রহ করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।