আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন(৩৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাতলপাড় বড় বাজারের পার্শ্ববর্তী জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া নয়াহাট্রির মৃত আকবর আলীর ছেলে। আহত মাসুদ মিয়া একই গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মোশারফ হোসেনসহ আরও কয়েক শ্রমিক বেশ কয়েকদিন ধরে চাতলপাড় বড় বাজারের পাশে জাহাঙ্গীর মিয়ার বাসায় ছাদের রড বাধাঁর কাজ করছিলেন। সকালে সে কাজ করার সময় রড় কাটেঁ উঠানোর সময় পাশে বিদ্যুতের তাঁরে লেগে যায় এতে মোশারফ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত হয় মাসুদ মিয়া(৩৪) নামে অপর শ্রমিক। আশংকাজনক অবস্থায় মাসুদ মিয়াকে বাজিতপুর উপজেলার ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ছাদে রড উঠানামার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।