আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৩টি ওয়ার্ডের সদস্য পদে আজ বৃহস্পতিবার উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। ভলাকুট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ রুবেল মিয়া ১৫০০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্চন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন ।মোঃ রুবেল মিয়া (নৌকা)পেয়েছেন ৫৯৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরাফাত আলী (আনারস)পেয়েছেন ৪৪৭৯ ভোট। তৃতীয় স্থানে ২৬২২ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান(ধানের শীষ)। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪৭২ জন ও মহিলা ভোটার ৮৮২৫ জন। ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন করা হয়। ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এদিকে ধরমন্ডল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদে আশরাফ উদ্দিন ২৪২ ভোট পেয়ে,গুনিয়াউক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য পদেআবুল কাসেম(দুলন) ২৮২ ভোট পেয়ে ও কুন্ডা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদে হোসনা বেগম ৬১৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন।
উল্লেখ্য,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় চেয়ারম্যান পদটি ও ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেনের মুত্যৃতে শূন্য হয়।