আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপি’র ৯ জন বিএনপি নেতা। উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৯ নেতাকে জেলা বিএনপিতে স্থান দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,মোঃ জহিরুল হক খোকনকে সাধারণ সম্পাদক দিয়ে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। ১৬ মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন। আর ঘোষিত এই কমিটিতে শুধু নাসিরনগর উপজেলা থেকেই জায়গা করে নিয়েছেন ৯ জন। নাসিরনগর থেকে যারা জেলা কমিটিতে জায়গা পেয়েছেন তারা হলেন-উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সৈয়দ একে একরামুজ্জামান উপদেষ্টা,মোঃ ইব্রাহিম উপদেষ্টা,এডভোকেট আলী আজম চৌধুরী গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদস্য পদে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইকবাল চৌধুরী,ফান্দাউক ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী,ইউসিসির সাবেক চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার,সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,সফিকুল ইসলাম ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন